বরিশাল সিটিতে সরোয়ার সহ আসন্ন তিন সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করাতে নিউইয়র্কে বিএনপির সভা।
নিউইয়র্ক থেকেঃ আসন্ন তিন সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করাতে গতকাল ২৬ জুলাই ২০১৮ নিউইয়র্কের ব্রংক্সসের বাঙ্গালী অধ্যুসিত ষ্টারলিং এলাকার নিরব রেষ্ট্ররেন্টের হল রুমে ৮০ দশকের ছাত্রদল নেতাদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।সাবেক বরিশাল ছাত্রদল নেতা জাফর তালুকদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নাসির উদ্দিন, কোরআন তেলাওয়াত করেন মোহাম্মাদ মমতাজ উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সোলায়মান সরকার, মমতাজ উদ্দিন, মোঃ জীবন, মোঃ পেয়ার আলী, আবুল মন্সুর ( মুক্তিযোদ্ধা), মোঃ হাফিজুর রহমান, মতিউর রহমান লিটু, এস এম রওফ, কাওসার আহাম্মেদ, ইমরান শাহ রন প্রমুখ।
সভাটি মুলত শুরু হয়েছিল বরিশালের অতুলনীয় বিএনপি নেতা মজিবুর রহমান সরোয়ারকে পুনরায় মেয়র নির্বাচনের আলোচনার মধ্য দিয়ে, পরবর্তীতে বিভিন্ন জেলার বিএনপি সমর্থকরা এসে হল রুম কানায় কানায় পুর্ন হয়ে গেলে তিন সিটির মেয়র নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করাতেই যার যার অবস্থান থেকে দেশে যোগাযোগ করার সিধান্ত গ্রহন করা হয়।
স্থানীয় বিএনপি নেতাদের মনের ভালবাসা, ক্ষোভ সব কিছুই খোলামেলা স্থান পায় আলোচনা সভায়। সকলেই অবৈধ আওয়ামীলীগ সরকারের গুম, খুনের সমালোচনা করে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন। নৈশ ভোজের মাধ্যমে সভাটি শেষ হয়।