মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা
0
0
0
রাজধানীর মগবাজার ওয়ারলেস প্রধান সড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ঘাতক বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ শুক্রবার দুপুর একটা ৫৩ মিনিটে মগবাজার ওয়ারলেসের টিএন্ডটি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুপুরে টিএন্ডটি অফিসের সামনে একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আগুন নেভাতে আমাদের ৪টি ইউনিট কাজ করছে।’