ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে জুলুমবাজ সরকার কিছুই করতে পারবে না – মাওলানা মোহাম্মদ ইসহাক
মুহাম্মাদ সেলিম হোসাইনঃ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবী সরকারকে অবিলম্বে মেনে নিতে হবে। রাজধানীতে বাস চাপায় মর্মান্তিকভাবে নিহত ২ শিক্ষার্থীর নিহতের ঘটনাকে তাচ্ছিল্য করায় নৌমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর সরকার বা ছাত্রলীগ যুবলীগ যদি স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের গায়ে আবার হাত তুলে বা আঘাত করে তবে সরকারকে কঠিন মূল্য দিতে হবে। তিনি বলেন, হিম্মত নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে জুলুমবাজ সরকার কিছুই করতে পারবে না। বর্তমান সরকার যেভাবে শক্তি খাটিয়ে একের পর এক কারচুপির নির্বাচন করে যাচ্ছে। নির্বাচন কমিশনকে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিনত করেছে, তাতে এ সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তাই দেশ জাতির মুক্তির জন্যে, দুর্নিতী অনিয়ম বন্ধ করতে, জুলুমবাজ সরকার হটাতে সবাইকে হিম্মত নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ৩ আগস্ট ২০১৮ শুক্রবার বিকাল ৪:০০ টায় শাহজাহানপুরস্থ মাহবুব আলী ইনস্টিটিউটে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরীর সহসভাপতি ডাঃ রিফাত হোসেন মালিক, মোঃ জহিরুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, মোঃ আবুল হোসেন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, হারুন অর রশীদ, এডভোকেট রফিকুল ইসলাম, কাজী আরিফুর রহমান, মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলান মুহাম্মদ আজিজুল হক, এ্যাডভোকেট সানাউল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।
অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে বিগত ২৯ জুলাই রাজধানীর এয়ারপোর্ট রোডে চালকের বেপরোয়া গাড়ী চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আবদুল করিম রাজীব ও ছাত্রী দিয়া খানম মিম নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ২ কলেজ ছাত্র নিহতের ঘটনায় দোষী বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। এবং বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ ছাত্র নিহতের এই মর্মান্তি ঘটনায় নৌপরিবহন মন্ত্রীর হাসিমাখা বক্তব্যের জন্যে নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগসহ নিরাপদ সড়কেদের দাবীতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সকল যৌক্তিক দাবী অনতিবিলম্বে মেনে নেয়ার জোর দাবী জানান হয়।