সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি ল’রিপোর্টার্স ফোরামের
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে আইন, বিচার, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।
সোমবার সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন সভাপতি সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক হাসান জাবেদ, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান ও আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু ও বর্তমান যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেন, মো. ইয়াসিন ও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
নেতারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। তারপরও বারবার পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে কেন হামলার শিকার হতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এ সময় তারা হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।