সংহতি জানিয়ে কলকাতায় উপদূতাবাস অভিমুখে পদযাত্রা, হামলার নিন্দা
ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে কলকাতার দুটি সংগঠন। এরা হলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা এবং ডিএসও। দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারি ছাত্র সংগঠনের হামলার নিন্দা জানানো হয়েছে। উপ-দূতাবাসের ২০০ মিটার আগেই পুলিশ দুটি মিছিলকে আটকে দিয়েছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পার্ক সার্কাসে এই পথসভার আয়োজন করা হয়। ‘লাঠি, গুলি, টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ’ শ্লোগান তুলে আজ সোমবার কলকাতার পথে হাঁটে পড়–য়ারা।
উল্লেখ্য, সড়ক নিরপত্তার দাবি নিয়ে আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন পড়ুয়ারা। জানা গেছে, ফেসবুকে ইভেন্ট তৈরি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই সমাবেশের আহ্বান জানানো হয়েছে। সাত হাজারেরও বেশি মানুষ ওই ইভেন্টে উৎসাহ দেখিয়েছেন।