জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৪ সদস্য নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একই পরিবারের ৬ সদস্য তায়েফ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় বাবাসহ ৩ মেয়ে নিহত হন। নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), মেয়ে- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।
দুর্ঘটনায় গুরুতর আহত মশিউর রহমানের স্ত্রী ও ছেলে সৌদির কিং আব্দুলাজিজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মশিউর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে।
এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় আরো চার বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের মৃত্যু হয়। মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত চার বাংলাদেশি হজযাত্রী হলেন- ঢাকার ধানম-ির মো. জাভের (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. আকতার হোসেন (৬৭), বগুড়ার মোসাম্মদ মনোয়ারা খাতুন (৫৪) ও ঠাকুরগাঁও সদরের সাথিফর রহমান (৫৬)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৭, মদিনায় ছয় ও জেদ্দায় দুজনসহ মোট ৪৫ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে আটজন নারী ও ৩৭ জন পুরুষ।