দেশীমেলা ডটকম; দেশী পন্যের বিশ্ববাজার!
দেশীমেলা ডটকম; দেশী পন্যের বিশ্ববাজার!
নিউইয়র্ক থেকেঃ বিশ্বের সর্বত্র গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সফল অসফল সকল ব্যবসা প্রতিষ্ঠানেই রয়েছে ঘাম ঝড়া কঠোর পরিশ্রম আর মেধার বিকাশ। ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সকল ব্যবসা প্রতিষ্ঠানের পন্যকে কেন্দ্রীভুত করে “বিশ্বব্যাপী” বাজার তৈরী করার মুল লক্ষ্য নিয়ে খুব শীগ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে দেশীমেলা ডটকম।
‘অনলাইন মার্কেট প্লেস’ দেশীমেলা ডটকম একটি অনলাইন ব্যবসায়ীক প্লাটফর্ম যেখানে কোন ব্যবসায়ী সাইন আপ করে মুহুর্তের মধ্যে তাঁর পন্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবেন। আপনার পন্যের দাম, ছবি, ডেলিভারী অপশন সহ বিস্তারিত তথ্য দিয়ে আপ করে দিলেই অনলাইন মার্কেটে তা পৌঁছে যাবে ক্রেতাদের কম্পিউটারে। আপনার পন্য পছন্দ হলে তারা অনায়াসে কিনতে পারবেন তাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপাল এমনকি গুগল ওয়ালেট সহ বিশ্বের অন্যান্য সিষ্টেমের মাধ্যমে।
ক্রেতা আপনার কোন পন্য কেনার সাথে সাথে দেশীমেলা ডটকম আপনাকে এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে, পন্য ডেলিভারি হলেই পেয়ে যাবেন লাভ সহ আপনার পন্যের মুল্য। তাই আপনার ব্যবসাকে প্রসারিত করতে আজই সাইন আপ করে, ছবি, ভিডিও সহ আপনার পন্য আপ করে দিন। দেশীমেলা ডটকমের প্রথম ব্যবসায়ীক পার্টনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন।
এই লিংকে ক্লিক করে দেশীমেলা ডটকমে সাইন আপ করে নিন এবং আপনার ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিন।
উল্লেখ্যঃ দেশীমেলা ডটকমের তিনটি ভার্সনের যেকোন একটি ভার্সনে সাইন আপ করলেই আপনি পাচ্ছেন বাংলাদেশ, ইউরোপ এবং আমেরিকার বিশাল মার্কেটের সংযোগ। যেখানে রয়েছে আপনার ব্যবসাকে প্রসারিত করার ব্যাপক সুযোগ।