আনন্দঘন পরিবেশে বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক-এর “বনভাত-২০১৯” সম্পন্ন
গত ২৮ জুলাই, রবিবার লং-আইল্যান্ডের হ্যাম্পষ্টেট ষ্টেট পার্কে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক-এর “বনভাত-২০১৯” অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ. এম লুৎফর রহমান লাতু এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী তালিব মোঃ পান্না খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মোঃ এনায়েত উদ্দিন সরদার-সাবেক সভাপতি বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, মোঃ আলতাফ হোসেন-সভাপতি সম্মিলিত বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, মোঃ জাকির এইচ হাওলাদার- সাবেক সাধারণ সম্পাদক বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, জ্যাকব মিরটন- সিইও ইউদা পিপল, নিরা রাব্বানী- ডেমোক্র্যাট লিডার, মোঃ আলমগীর হোসেন- নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক দেশবাংলা, মোঃ স্বপন সর্দার- সাবেক সাধারণ সম্পাদক বরিশাল বিভাগীয় সমিতি, মোঃ কামরুল হোসেন- স্বত্তাধীকারী খাবার বাড়ী রেষ্টুরেন্ট, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মোঃ খলিলুর রহমান- সহ সভাপতি সম্মিলিত বরিশাল সোসাইটি, মোঃ মোতাসির মিয়া- ক্যাপ্টেন, বাংলাদেশ আমেরিকান কয়েদি কারেকশন এসোসিয়েশন, মোঃ আবুল কাসেম- সাধারণ সম্পাদক নর্থ বেঙ্গল ফাউন্ডেশন প্রমুখ।
বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কোরআন তেলাওয়াত করেন বরিশাল বিভাগীয় সমিতির সম্মানিত উপদেষ্টা মাওলানা মোঃ ত্বোহা আমিন।
এরপর প্রথমেই শুরু হয় বালক/বালিকাদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টের খেলাধূলা, এতে বালক “ক” শাখার দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে- মোঃ জাকারিয়া, ২য় স্থান- মোঃ ইভান, তৃতীয় স্থান- মোঃ মাহি রহমান, খেলা পরিচালনায় ছিলেন মোঃ মাহবুবুর রহমান। বালক বালক “খ” শাখার দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান- মোঃ হাসান, ২য় স্থান- মোঃ ফাহাদ, তৃতীয় স্থান- লিয়াম, খেলা পরিচালনায় ছিলেন মোঃ খলিলুর রহমান। বালিকা “ক” শাখার দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে- সুমীয়া, ২য় স্থান- মারিয়া, তৃতীয় স্থান- মৌমীতা, খেলা পরিচালনায় ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান। বালিকা “খ” শাখার দৌড় প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে- হিমি, ২য় স্থান- ইসরাত, তৃতীয় স্থান- নরিয়া, খেলা পরিচালনায় ছিলেন মোঃ আলমগীর হোসেন। এরপরেই অনুষ্ঠিত হয় পুরুষদের আকর্ষনীয় ফুটবল প্রতিযোগীতা “বিবাহিত বনাম অবিবাহিত” এতে অবিবাহিত দল বিজয়ী হয়, খেলা পরিচালনা করেন মোঃ আমানত হোসেন আমান, পুরুষদের রশি টানাটানি- পরিচালনায় মোঃ আকবর হোসেন হক, মহিলাদের বালিশ প্রতিযোগীতায় প্রথম বিজয়ী মরিয়ম খান, দ্বিতীয় ডলি আপা, তৃতীয় মোসাঃ মাহমুদা, পরিচালনায় ছিলেন মোঃ মাহবুবুর রহমান, মোঃ মজিবুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আলতাফ হোসাইন, মোঃ কামরুজ্জামান নয়ন।
দুপুর ২:৩০টায় বনভোজনের সুস্বাদু “বনভাত” পরিবেশন করা হয়। বেলা ১১টায় তরমুজ, বিকালে ঝালমুড়ি ও গরম চা এবং দিনব্যাপী বাচ্চাদের জন্য বিবিন্ন চিপ্স ও কোমল পানীয় সরবরাহ ছিল। পুরো অনুষ্ঠানটি ক্যামেরায় ধারণ করেন মোঃ নজরুল ইসলাম (মামা)।
“বনভাত ২০১৯” আয়োজনে গ্রান্ড স্পন্সর ছিলেন এটর্নী এট ল’ মঈন চৌধুরী। র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার ল্যাপটপ -সৌজন্যে জাকির এইচ চৌধুরী, ২য় পুরস্কার ৪০” টিভি -সৌজন্যে সম্মিলিত বরিশাল বিভাগীয় সোসাইটি, তৃতীয় পুরস্কার ৪০” টিভি -সৌজন্যে খাবার বাড়ী রেষ্টুরেন্ট, চতুর্থ পুরস্কার দেশী ক্যাবল বক্স-সৌজন্যে মোঃ মতিউর রহমান লিটু, দেশী মেলা ডটকম, পঞ্চম পুরস্কার স্যামসং সেলফোন- সৌজন্যে জননী ট্রাভেল কামরুজ্জামান বাচ্চু, ষষ্ঠ পুরস্কার স্যামসং গ্যালাক্সী ট্যাবলেট- সৌজন্যে বিডি ওয়ারলেস মোঃ আনোয়ার হোসেন, সপ্তম পুরস্কার ল্যাক্সপ্যাড টেবলেট- সৌজন্যে মিম ওয়ারলেস হিমু মিয়া, অষ্টম পুরস্কার ডিনারসেট -সৌজন্যে হাটবাজার রেষ্টুরেন্ট, নবম পুরস্কার টাওয়ার ফ্যান- স্যেজন্যে বাংলাদেশ আমেরিকান কারেকশন এসোসিয়েশন, দশম পুরস্কার রাইস কুকার- সৌজন্যে ডাঃ হুমায়ুন কবির, একাদশ পুরস্কার ব্যালেন্ডার মেশিন -সৌজন্যে জান্নাত ফার্মেসী, ১২তম পুরস্কার টেবিলফ্যান -সৌজন্যে মান্নান গ্রোসারী। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি এইচ এম লুৎফর রহমান লাতু, সাধারণ সম্পাদক তালিব মোঃ পান্না খান, উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ ত্বোহা আমীন, ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, সহসভাপতি মোঃ মজিবুর রহমান, সহসভাপতি মোঃ আলমগীর হোসেন, সহসভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, সহকোষাধ্যক্ষ হেলেনুর রহমান রুমা, মহিলা সম্পাদিকা মোসা মাহমুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো সুমন এবং বনভোজন কমিটির আইন সম্পাদক নুরে আলম চৌধুরী।
আহবায়ক মোঃ আবুবকর সিদ্দীক-এর সৌজন্যে ডানকিন ডোনাটের স্বত্তাধীকারী মোঃ মামুন ভাই বাচ্চাদের জন্য আইসত্রিক, আইস কফি পরিবেশন করেন, আগত সকল বাচ্চাকে সান্তনা পুরস্কার প্রদান করেন ‘বনভাত; উপকমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। মহিলাদের আপ্যায়সেনর দায়িত্বে ছিলেন হেলেনুর রহমান রুমা, মোসাঃ মাহমুদা, আনোয়ারা বেগম, বনভাত পরিবেশনায় ছিলেন মোঃ মাহমুদুর রহমান, মোঃ মজিবুর রহমান, মোঃ আলমগীর হোসাইন,মোঃ দুলাল, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ নুরে আলম চৌধুরী, মোঃ আবদুর রব হাওলাদার, মোঃ কামরুজ্জামান নয়ন, মোঃ কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। শেষ পর্বে আকর্ষনীয় র্যাফেলড্র অনুষ্ঠিত হয়, সঞ্চালনায় ছিলেন মোঃ জাকির হোসেন হাওলাদার এবং মোঃ আমানত হোসেন আমান, কার্যকরী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোসা: আনোয়ারা বেগম, ইঞ্জিনিয়ার মোঃ শাহজাদা, মোঃ আঃ রব হাওলাদার, মোঃ আঃ রাজ্জাক হাওরাদার, সৈয়দা জেসমিন আক্তার, সৈয়দা লিয়ামনি খান।