ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাবি
রাজধানীতে সন্ধ্যাবেলায় সড়কের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষিত হওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছে ক্যাম্পাস। সোমবার দিনভর বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা; তারা ক্যাম্পাসের পাশের শাহবাগ এবং ধর্ষণস্থল কুর্মিটোলায় সড়ক অবরোধেও নামে।
ধর্ষণকারীর শাস্তি দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচিতে সমর্থন আসে শিক্ষকদেরও কাছ থেকেও। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আশ্বাস দিয়েছেন, নির্যাতিত শিক্ষার্থীর ন্যায়বিচার পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন।
ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ওই তরুণীর বাবা একটি মামলা করেছেন। ধর্ষককে চিহ্নিত করা না গেলেও ধর্ষণস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি।
ধর্ষণকারী একজন ছিলেন বলে ওই তরুণীকে উদ্ধৃত করে তার স্বজনরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ শিগগিরই অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারের আশা করছে। রোববার সন্ধ্যার পর কুর্মিটোলা বাস স্টপেজের কাছে বিমানবন্দর সড়কের পাশের ফুটপাত থেকে তুলে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয় ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে।
বিশ্ববিদ্যালয়ে বাস ক্ষণিকায় ক্যাম্পাস থেকে উঠে এক বান্ধবীর বাড়ি যেতে কুর্মিটোলায় নেমেছিলেন ওই তরুণী। ধর্ষণের শিকার হওয়ার পর মধ্যরাতে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।