বাংলাদেশ ল’ সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
বাংলাদেশ ল’ সোসাইটি ইন দ্যা ইউএসএ ইনক’র নতুন কমিটি শপথ নিয়েছে। গত ৫ জানুয়ারী রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের কাবাব কিং রেষ্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন কর্মকর্তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবুল কালাম আজাদ। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ল’ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘নাসির-আরিফ’ ও ‘জাকির-নূরুল’ দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে এবং পরবর্তীতে ‘জাকির-নূরুল’ প্যানেল নির্বাচনে কারচূপির অভিযাগ আনে। খবর ইউএনএ’র।
শপথ অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট শামসুদ দোহা, এডভোকেট মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
২০২০-২০২১ সালের ল’ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি- এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, সহ সভাপতি- এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও এডভোকেট এএসএম ফেরদৌস, সাধারণ সম্পাদক- এডভোকেট আরিফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক- এডভোকেট আব্দুস শহীদ আজাদ, সংগঠনিক সম্পাদক- এডভোকেট রুবিনা মান্নান, কার্যকরী সদস্য- এডভোকেট ওয়াহিদুর রহমান, মো: আশিক আহমেদ খান, এডভোকেট শাহ মো: বখতিয়ার ও এডভোকেট মো: সিরাজুল হক।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: কোষাধ্যক্ষ- এডভোকেট মো: মাহবুব আলম, প্রকাশনা সম্পাদক- এডভোকেট পর্ণা ইয়াসমীন, দপ্তর সম্পাদক- এডভোকেট সৈয়দ আজহারুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- এডভোকেট শহীদ আকতার খান।
এদিকে কমিউনিটির পরিচিত মুখ, ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী ল’ সোসাইটির নতুন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।