আটলান্টিক সিটিতে ‘আ্যাসাল’র মতবিনিময় সভা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেনুতে গত দশ জানুয়ারি শুক্রবার রাতে এলায়েনস অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আ্যাসাল) নিউজারসি চ্যাপ্টার এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আ্যাসাল এর কেন্দ্রীয় সভাপতি মাফ মিসবাহ উদদীন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির ৫ম ওয়ারড থেকে নব নির্বাচিত কাউন্সিলর আনজুম জিয়া, আ্যাসাল নিউজারসি চ্যাপটার এর উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রফিক, কমিউনিটি নেতা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নব নির্বাচিত সদস্য ও সংগঠনের সহ সভাপতি সুব্রত চৌধুরী, সংগঠনের মহিলা সম্পাদিকা রওশন উদদীন, ঊর্মি বেগম প্রমুখ।
মতবিনিময় সভার প্রধান অতিথি মাফ মিসবাহ উদদীন বিগত নভেম্বর মাসে আটলান্টিক সিটির নির্বাচনে বিজয়ী দক্ষিণ এশীয় অভিবাসী মো: হোসাইন মোর্শেদ, আনজুম জিয়া, কাজী লিটন ও সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানান। এছাড়া তিনি ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সুমন মজুমদার ও ষষ্ঠ ওয়ারড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সোহেল আহমেদকেও অভিনন্দন জানান।
তিনি বলেন, আটলান্টিক সিটিতে যেভাবে দক্ষিন এশীয় অভিবাসীরা মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে তা বেশ আশা জাগানিয়া। সেদিন হয়ত আর বেশি দূরে নয় যেদিন দক্ষিন এশীয় অভিবাসীরা এই শহরের সর্বোচ্চ নেতৃত্বের পদে আসীন হবে। আ্যসাল দীর্ঘকাল যাবত আমেরিকায় দক্ষিন এশীয়দের অধিকার রক্ষার সংগ্রামে লিপ্ত আছে যার ফলস্বরুপ আজ সারা আমেরিকাতে মূলধারার রাজনীতিতে দক্ষিন এশীয়দের অংশগ্রহন দিনদিন বাড়ছে। এখানেই আ্যসাল এর সার্থকতা।
জনাব মাফ মিসবাহ উদদীন গত ১৪ ডিসেম্বর শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত আ্যাসাল এর জাতীয় কনভেনশনে নিউজারসি চ্যাপটার এর নেতৃবৃনদ অংশগ্রহন করায় তাঁদেরকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় অংশগ্রহনকারীরা ‘আসাল’ এর নিউজারসি চ্যাপটার এর কার্যক্রমে গতি আনার লক্ষ্যে বিভিন্ন মতামত পেশ করেন।