কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনে আলাউদ্দিন-জাভেদ প্যানেল পরিচালনা কমিটি গঠিত
0
0
0
কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘আলাউদ্দিন-জাভেদ’ প্যানেল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১২ জানুয়ারী রোববার এস্টোরিয়ায় অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এম চৌধুরী।
সভায় গঠিত ‘আলাউদ্দিন-জাভেদ’ প্যানেল পরিচালনা কমিটির আহ্বায়ক- রাশেদুল মান্নান চৌধুরী (হেশাম), যুগ্ম আহ্বায়ক- এস কে আব্বাস ও জামাল উদ্দিন লিটন, সদস্য সচিব- মিসবাউর রহমান এনাম, সদস্য- হারুন অর রশীদ, কামরুল হাসান সিরাজী। এছাড়াও ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
প্যানেলটির কর্মকর্তারা জানান, সংগঠনের নির্বাচন ঘিরে তারা ৩জন আজীবন সদস্য সহ ৫৭১জন নতুন ভোটার নিবন্ধন করেছেন। উল্লেখ্য, সংগঠনের ৫৫জন আজীবন সদস্য সহ ভোটার চুড়ান্ত হয়েছে ১,০৬৭জন। এতে সংগঠনের আয় হয়েছে ১১ হাজার ৭০ ডলার।