মান্দায় লিগ্যাল এইডের উঠান বৈঠকে উন্মুক্ত আলোচনা
কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ: বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইন সেবাদান, প্রতিপাদ্যে শনিবার দপুরে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠকের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এ,কে,এম,শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ে আইনগত সহায়তা সম্পর্কিত উপকারভোগীদের সাথে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষসহ গণ্যমান্য ও সচেতন ব্যক্তি এতে উপস্থিত ছিলেন। ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজউল ইসলাম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুল খালেক, মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন প্রমুখ।