আজান নিষিদ্ধ করে ইসলামকে ঠেকানো যাবে না: মাওলানা মোহাম্মদ ইসহাক
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ভারতের উত্তর প্রদেশে আদালতের তথাকথিত আদেশের মাধ্যমে মোদি সরকার আজান নিষিদ্ধ করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে কল্যানের পথে আহবান জানানো হয়। এটা যারা বন্ধ করতে চায় তারা মানবতার দুষমন।
সম্প্রতি উত্তর প্রদেশের ছাত্র-ছাত্রীদের রিপোর্টে উঠে আসা গনহত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আজান নিষিদ্ধ করে, গনহত্যা চালিয়ে ইসলামের বিকাশকে ঠেকানো যাবে না। তিনি আজ খেলাফত মজলিসের জরুরী নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। মাওলানা ইসহাক তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে পৈশাচিক কায়দায় ছাত্র নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর আবদুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মুক্তিযোদ্ধা ফায়েজুল ইসলাম, আলহাজ্ব নূর হেসেন প্রমুখ।