ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর উপর নব-নির্মিত সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণঘাট-রসুলপুর সেতুর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তিতাস নদীর উপর নির্মিত শহরের গোকর্ণ ঘাট থেকে নবীনগরের রসুলপুর পর্যন্ত ৫৭৫ মিটার র্দীর্ঘ সেতুটির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এক উদ্বোধনী আয়োজন করা হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাংসদ এবাদুল করিম বুলবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামুসজ্জামান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ সূধীজন উপস্থিত ছিলেন। সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
উল্লেখ্য, সেতুটির ফলে জেলা সদরের সাথে নবীনগর উপজেলার দুরুত্ব ২৫ কিলোমিটার হ্রাস পেয়েছে।