চিনাইর ঈদগা জামে মসজিদ এর শুভ উদ্বোধন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী
গত ২৪ জানুয়ারী শুক্রবার ২০২০ খ্রীঃ বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়ন এর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ কর্তৃক পরিচালিত চিনাইর ঈদগা জামে মসজিদ এর শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন মাহবুব আহমেদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ,
এ সময় প্রফেসর মাহবুব আহমেদ ফাউন্ডেশন কর্তৃক প্রায় এক কোটি টাকা ব্যয়ে নব নির্মিত মসজিদটির চাবি গ্রহণ করেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এবং চাবি হস্তান্তর শেষে মুসুল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত আলোচনা বলেন প্রফেসর মাহবুব আহমেদ চিনাইর গ্রামের সন্তান তিনি এ গ্রাম তথা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয় নগরে অনেক স্কল,কলেজ , মসজিদ ,মাদ্রারা এব এতিম খানা নির্মান করেছেন তাই আমরা সকলেই দানবীর প্রফেসর মাহবুব আহমেদ এর জন্য দোয়া করবেন তারই সাথে প্রফেসর মাহবুব আহমেদ এর নানা মরহুম রেজাউল ইসলাম ভূইয়া (লাল মিয়া সাহেব) ও মামা অষ্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী আব্দুল মোমেন ভূইয়ার জন্য ও দোয়া করবেন ।
দোয়া পরিচালনা করেন অএ মসজিদের ইমাম সাহেব হাফেস মাওলানা আমিনুল ইসলাম ।