লন্ডনে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যু বার্ষিকী পালিত; উপস্থিত ছিলেন তারেক রহমান
আহসানুল আম্বিয়া শোভন : বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৪ জানুয়ারি, শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা, বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের সাবেক খতিব মাওলানা জিল্লুর রহমান ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি তৈমুছ আলী, মোঃ গোলাম রাব্বানি,তাজুল ইসলাম, কামাল উদ্দিন, সলিসিটর একরামুল হক মজুমদার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, আব্দুল বাছিত, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, দেওয়ান আব্দুল বাসিত, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, আব্দুল কাদির জিলানী, ফয়েজ উল্যাহ, মোঃ সরফরাজ আহমেদ সরফু, গুলজার আহমেদ, সাবেক সদস্য হাবিবুর রহমান, ইস্ট বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, রোমান আহমেদ চৌধুরী, সোহেল আহমেদ, খালেদ চৌধুরী, তোফায়েল হোসেন মৃধা, আরিফুল হক, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, শাকিল আহমদ, ফখরুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান, ফজলে রহমান পিনাক, আব্দুল হক শাওন, রাজ মাসুদ ফরহাদ, হোসেন আহমদ, পটল মিয়া, মুজিবুর রহমান, আব্দুস সামাদ, নাসির উদ্দিন, শেখ মোঃ রায়হান আহমদ, রানা আহমেদ সোহেল, মোঃ হাফিজুর রহমান, গোলজার আহমদ, মোঃ কায়সার আহমেদ রনি, নুরুল আফসার লিমন, ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ আলম সহ যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি।