আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জালালাবাদ এসোসিয়েশনের প্রস্তুতি সভা
ভাষার মাস ফেব্রুয়ারী মাস। আগামী ২১ ফেব্রুয়ারী অমর একুশে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে দেশের ন্যায় প্রবাসেও ব্যাপক প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা অমর একুশে স্মরণে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।
এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গত ২ ফেব্রুয়ারী রোববার রাতে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভারপ্রাপ্ত সভাপতি আহবাব হোসেন চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন সংগঠন থেকে অংশ নেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা তুতিউর রহমান, বড়লেখা সমিতির সভাপতি আব্দুল জব্বার, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তার সভাপতি মাওলানা রশীদ আহমদ, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাগর মোহাম্মদ সানু, টাইম টেলিভিশনের পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ফজলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক উপদেষ্টা আবদুল হাসিম হাসনু, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবদুল করিম।
জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসাইনের পরিচালনায় এতে জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি মো: জোসেফ চৌধুরী, মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক শরিফুল হক মজনু, ক্রীড়া সম্পাদক মো: শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ মনির, সমাজ কল্যাণ সম্পাদক মো: জামিল আনসারি, কার্যকরি সদস্য হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রুকন হাকিম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এবার সকল সংগঠনের অংশ গ্রহণে মহান একুশে ফেব্রুয়ারী পালনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এ উপলক্ষে নেয়া হয় বিভিন্ন কর্মসূচী। উল্লেখ্য, অমর একুশে পালনে বাংলাদেশ সোসাইটি ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।