ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় বাংলাদেশী স্টুডেন্টদের করোনার সচেতনার ক্যাম্পেইন
কায়সার হামিদ হান্নান
দিনে দিনে কোভিড -১৯ ভাইরাস সারা দুনিয়াব্যাপি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত মানুষের সংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বাড়তেই আছে। এমন পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়ংকর রুপ ধারণ করবে যে বিপর্যয় সামাল দেয়া অত্যন্ত কঠিন। সবাইকে উদ্বিগ্ন না হয়ে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য ইউনিভার্সিটি পুত্রা মালেয়শিয়ার বাংলাদেশী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (বিএসএইউপিএম) সচেতনতা বৃদ্ধির জন্য নিরলস ক্যাম্পেইন করছে যাচ্ছে । ছাত্র-ছাত্রীদের বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে প্রতিনিয়ত মালেয়শিয়া সরকার ঘোষিত চলমান চলাচল নিয়ন্ত্রণ আদেশ মেনা চলার পরামর্শ দিচ্ছে।
সম্প্রতি মালয়েশিয়ার ওয়ার্ল্ড রাংকিং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার কয়েক জন বাংলাদেশী স্টুডেন্ট মোহাম্মদ জোহরুল ইসলাম , মাস্টার্স ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (রিসার্চ) , ৪ সেমিস্টার , আইরিন আক্তার ,মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (রিসার্চ), ৪ সেমিস্টার , এসএম আশিবুর হাসনাত সাদি, বিবিএ (ব্যাচেলর), ৫ সেমিস্টার ,আব্দুল্লাহ আল ফাহাদ ,মাস্টার্স ইন ইনফরমেশন সিকিউরিটিতাদের ফেসবুকে দেখা যায় ফেস্টুন হাতে নিয়ে দেশে থাকা মা-বাবাকে উদ্বিগ্ন না হয়ে ছাত্র-ছাত্রীদের মনযোগ আকষর্ণের মাধ্যমে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানাচ্ছে। সবাই কে অনুরোধ করছে আপনারা বাসাতে থেকে করোনাভাইরাস এর সংক্রমণের হার নিয়ন্ত্রণ করুন। মানবতার এই চরম দুর্দিনে তাদের এই আহবান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টারের ফেসবুক পেজেও প্রচার করেছে। বাংলাদেশের আপামর মানুষের প্রতি তাদের অনুরোধ সবাই সাবধানে ও নিরাপদে থাকুন। সাহস হারাবেন না। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা করোনাভাইরাসকে পরাজিত করবে।বাংলাদেশ ছাত্র ছাত্রীদের উদ্যেগকে সামাজিক যোগাযোগ মার্ধমে অনেকেই স্বাগত জানিয়েছে।