ফ্রেমবন্দি হওয়া সহজ কিন্তু ঘরবন্দি হওয়া কঠিন
ডেস্ক রিপোর্ট
বিশ্বের ন্যায় করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করছে। করোনা মোকাবেলায় সরকারের প্রচারণায় চালিয়ে যাচ্ছেন। সরকারের পাশাপাশি মিডিয়া লোকেরা ও এগিয়ে আসছে। সরকারের এই উদ্যেগে বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছেন। ঘরেবন্দি হয়ে থাকার অভিজ্ঞতা মডেল ,অভিনেত্রী আফরিনা আজাদ নিজের ফেইস বুকে শেয়ার করেছেন ফ্রেমবন্দি হওয়া সহজ কিন্তু ঘরবন্দি হওয়া কঠিন। তবুও আমাদের কয়টা দিন ঘরে থাকতে হবে।আমাদের নিজেদের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের প্রয়োজনে আমাদের হোম কোয়ান্টানে থাকতে হবে। আমাদের সামান্য ভুলের জন্য আমার পরিবার ,রাষ্ট্র কোনো ক্ষতি না হয়।
দয়া করে বিশেষ প্রয়োজনের বাহিরে কেউ বাসা থেকে বের হবেন না। সব সময় হ্যান্ড সানিটারাইজ ,মাস্ক ,হ্যান্ড গ্লোব পড়বেন। পরিষ্কার ,পরিছন্ন থাকার চেষ্টা করবেন।
পিপিই হিসেবে যাদের রেইনকোট আছে তারা এটি ব্যবহার করতে পারেন।আর একটি বিশেষ অনুরোধ এই মুহূর্তে গরীব-দুঃখী ও পশুদের প্রতি সদয় হোন
এই সময়টি আপনার পরিবারের সাথে খুব ভালো কাটুক এই প্রার্থনা করছি।