পশ্চিমবঙ্গের উপকূল অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’
0
0
0
দক্ষিণ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় আম্ফানে রূপ নিয়েছে। ঝড়টি শক্তি সঞ্চয় করে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অভিমুখে এগোচ্ছে।
এটি বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। অনেক দূরে অবস্থান করায় বাংলাদেশে আপাতত আঘাতের আশঙ্কা নেই বলছেন আবহাওয়াবীদরা।
ঘূর্ণিঝড়ের কারণে ঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে।
এদিকে, গত দুই দিনে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টি হলেও কমছে না গরমের তীব্রতা। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।