বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন
0
0
0
সব ধরনের বাস ও মিনিবাসের ভাড়া ৬০ ভাগ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। শনিবার ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সুপারিশের পরিপ্রেক্ষিতে রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো বাস অনুমোদিত আসনের অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না। পাশাপাশি দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না।
প্রতিটি বাসে ভাড়ার চার্ট থাকতে হবে এবং সরকারের অনুমোদিত ৬০ শতাংশ বৃদ্ধির বিষয়টি উল্লেখ থাকতে হবে। এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র করোনাভাইরাসের সংকটকালের জন্য প্রযোজ্য বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এসব পরিবহনে এবং যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়।