নওগাঁয় ৩ পুলিশসহ নতুন আক্রান্ত ১৩
কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁ জেলায় নতুন করে ৩ পুলিশ সদস্যসহ মোট ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জনে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে নওগাঁ সদর উপজেলায় ৩ পুলিশ সদস্যসহ ৯ জন, পোরশা উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন ও ধামইরহাট উপজেলায় ১ জন।
শনিবার বিকেলে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-ই-মুর্শিদ জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে ইমেইলে এসব রিপোর্ট আসে। তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৮ জনকে। এদের মধ্যে বদলগাছী উপজেলায় ৫ জন এবং আত্রাই উপজেলায় ৩ জন।
এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৭ হাজার ৪৯৩ জনকে। ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ হাজার ৫৪৮ জনকে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৪৫ জন।
হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৬৩ জন।