শুভ জন্ম বার্ষিকী সুলতান হাজী হাসানাল বুলকিয়াহ। -মতিউর রহমান লিটু
আজ ব্রুনাই সুলতান হাজী হাসানাল বুলকিয়ার ৭৪তম জন্ম বার্ষিকী । ১৯৪৬ সালের ১৫ই জুলাই ব্রুনাই রাজপরিবারে তিনি জন্মগ্রহণ করেন। রাজপরিবারে জন্ম নেয়া সুলতানের জীবনযাপন ভিন্নধর্মী হলেও দেশের নাগরিকদের কাছে তিনি সকলের পিতা বলেই পরিচিত। আমার প্রথম কর্মজীবনের আদর্শস্থল ব্রুনাই দারুসসালাম তাই শরীরের রন্দ্রে রন্দ্রে মিশে আছে হাজার হাজার স্মৃতি। দেশটিকে ভালোবাসি, ভালোবাসি সুলতানের সুশাসন। আজ তার জন্মদিনে সবাইকে জানাতে চাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
১৯৮৪ সালের ২৩শে ফেব্রূয়ারি পূর্ণাঙ্গ স্বাধীনতা পাওয়া ব্রুনাই দারুসসালাম অপার সম্ভাবনাময় একটি দেশ। ১৯৯৩ সন থেকে ১৯৯৭ সন পর্যন্ত আমার প্রবাস জীবনের চার বছরে দেশটিতে কোনো ক্রাইম হয়েছে বলে জানা ছিলোনা। একটি মাত্র হত্যাকান্ড ঘটেছিলো সেটাও ছিল থাইল্যান্ডের এক প্রবাসী মেয়ে কতৃক তার স্বামীকে হত্যা করা, এছাড়া আর কোন ক্রাইম রিপোর্ট আমার মনে পড়ছেনা।
ব্রুনাই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানির (বিএলএনজি) আসমিন এন্টারপ্রাইজে ফোরম্যান/ সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলাম। অনেক কষ্ট করেছি, নিজ হাতে কনস্ট্রাকশনের কাজ করেছি, প্রথমদিকে গার্ডেনিং ম্যানেজমেন্ট করতে গিয়ে দিন মজুরদের সাথে দিন মজুর হিসাবেও কাজ করেছি। জীবনটা এতো সহজেই এখানে আসেনি যেখানে আজ বসে আছি। প্রতিদিনকার কাজ করেও সেই সময়কার ব্রুনাই জীবনে তিনবার সুলতান হাজী হাসানাল বুলকিয়ার সাথে হাত মিলানোর সুযোগ হয়েছিল। বাংলাদেশে ১০টি মেশিন দিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করলেই মালিকের জীবন যাপন পরিবর্তন হয়ে যায়- দারোয়ানকে গাড়ীর দরজা খুলে দিতে হয়, ড্রাইভার ছাড়া চলতে পারেননা। ইউনিয়ন কাউন্সিলের মেম্বারেরও একজন পিএস থাকে সেখানে একটি রাষ্ট্র প্রধান হয়ে সেই সময়ের আমাদের মতো খেটে খাওয়া মানুষের সাথে হাত মিলানো সুলতানের মহৎ কাজ বলেই মনে করি, এইরকম একজন রাজাকে কিভাবে ভুলে যাই? প্রায় দুইযুগ পেরিয়ে গেলেও আজও ভুলে যায়নি সুলতান হাজী হাসানাল বুলকিয়া আপনাকে। ভুলে যায়নি কর্মজীবনের আমার প্রথম ভূমি ব্রুনাই দারুসসালাম।
আমার মনে আছে ১৯৯৭ সালে সুলতান হাজী হাসানাল বুলকিয়ার ৫০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছিল ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে। জেরুডং পার্কে মাইকেল জ্যাকসনের ওপেন কনসার্ট হয়েছিল সেদিন, কানায় কানায় পরিপূর্ণ ছিল সেইদিনের জেরুডং পার্ক। তারুণ্যের সেই সময়টাতে দুপুর ১২টার দিকেই স্টেজের সামনে জায়গা করে নিয়েছিলাম। রতন ভাই, মোস্তফা ভাই সহ আমাদের বন্ধুদের কয়েকজন। মাইকেল জ্যাকসনের ব্রুনাই কনসার্টের ভিডিও দেখলে আজও আমাদের কয়েকজনেক দেখা যায়। আজ এতো বছর পরে হঠাৎ করেই ব্রুনাই স্মৃতি মনে পরে গেলো, লিখতে বসে সুলতান হাসানাল বুলকিয়ার জন্মদিন পালনের আনন্দ উৎসবের দিনগুলির কথা চোখের সামনে ভেসে এলো- ব্রুনাই প্রবাসী জীবনের বা আমার প্রথম কর্মজীবনের স্মৃতিটুকু তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। সবাইকে আবারো সুলতান হাজী হাসানাল বুলকিয়ার ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম।