ঝিনাইদহে পিতার তিরস্কারের প্রতিশোধ নিতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
রানা আহম্মেদ অভি: ঝিনাইদহের জেলার হরিণাকুন্ডে সোমবার সন্ধ্যায় মিলন আহম্মেদ (৩৮) নামে এক যুবককে ছুরকাঘাতে হত্যা করা হয়েছে । মিলন খলিশাকুন্ডু গ্রামের ছেলে তার বাবার নাম ইছাহাক আলীর। পুর্ব শত্রুতার বাহক হয়ে এই হত্যাকান্ড সংঘটিত বলে পুলিশের প্রাথমিক ধারণা করেছে।
স্থানীয় ইউপি সদস্য ওহিদুল ইসলাম জানান, মিলন ভবানীপুর বাজার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে বের হওয়া মাত্রই কুষ্টিয়ার ইবি থানার অর্ন্তগত বলরামপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে জুয়েল তাকে ছুরি মেরে ভুড়ি বের করে দেয়। মিলনকে মুমুর্ষ অ
বস্থায় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যার দিকে মৃত্যুবরণ করেন।
ওহিদুল ইসলাম আরো জানান, ঘাতক জুয়েলের পিতা মোতালেব ফকির কবিরাজী করতে এসে নিহত জুয়েলের চাচির সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। সে সময় মিলন ও তার পরিবারের সদস্যরা মোতালেব ফকিরকে অপমান অপদস্ত করে বা মারধর করে তাড়িয়ে দেয়। পিতার অপমানের প্রতিশোধ নিয়ে সুযোগ খুজতে থাকে ঘাতক জুয়েল। ৫ বছর আগের সেই ঘটনার প্রতিশোধ নিতে জুয়েল এই হত্যাকান্ড ঘটায় বলে ওহিদুল ইসলাম অভিযোগ করেন।