শফিউল বারী বাবু আর নেই!
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত কয়েকদিন যাবৎ রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার রাত ২টার দিকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
রাজপথের সাহসী জিয়ার সৈনিক ছিলেন শফিউল বারী বাবু। প্রচন্ড জনপ্রিয় ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি ছিলেন তিনি। পুলিশি নির্যাতন, জেল জুলুম হুলিয়া কোন কিছুই বাবুকে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। জীবনবাজি রেখে মৃত্যু পরোয়া না করে রাজপথে লড়ে গেছেন শহীদ জিয়ার লড়াকু সৈনিক হিসাবে। কখনো শত বাঁধার মাজেও রাজপথ থেকে পিছ পা হননি তিনি। মাথা নত করেননি সরকারের পেটুয়া বাহিনীর কাছে। এই সাহসী যোদ্ধা আজ ২৮ জুলাই মঙ্গলবার ভোর সকালে ৪৯ বৎসরে হেরে গেলেন আজ চিরন্তন সত্য মৃত্যুর কাছে।
জনাব শফিউল বারী বাবুর মৃত্যুতে বাংলাদেশের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার রুহের মাগফেরাত কামনা করে অনেকেই শোকবার্তা পাঠিয়েছেন।