কুড়িগ্রামে ধর্ষণ: সড়ক অবরোধ করে বিচার দাবি
0
0
0
নিউইয়র্ক ডেস্ক: কুড়িগ্রামে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
জেলার রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় মঙ্গলবার সকালে কুড়িগ্রাম-রংপুর সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে এলাকাবাসী এই প্রতিবাদ জানান। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ কর্মসূচিতে ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুজ্জামান হক বুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী ছিলেন। রোববার গভীর রাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে।
এছাড়া ওই ছাত্রীর মা ও বাবাকে মারধর করে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।