বাংলাদেশে ২৫% মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ!
নিউইয়র্ক ডেস্ক: বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় নতুন ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আর এই সময়ে নতুন করে আরও ২,১৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মোট ৮,৮০২টি নমুনা পরীক্ষা থেকে আক্রান্তের এই সংখ্যা পাওয়া গেছে।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৩২ জনে। আর এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৩৯,৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার ২৪.৯৮ ভাগের মধ্যেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ, আর নারী ৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত যতজন করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন তাদের প্রায় ৮০ভাগই পুরুষ। আর বয়সের হিসেবে মারা যাওয়াদের ৭৫ ভাগের বেশি মানুষের বয়স পঞ্চাশের বেশি।
এদিকে, বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১,৩৬,২৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,১১৭ জন।