জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আবারো প্রথম স্থানে বাংলাদেশ
জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে আবারো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ১২ সেপ্টেম্বর শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানোর মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।
বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশ নিয়ে বিশ্বে শান্তি রক্ষায় অবদান রেখে চলেছে। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের অংশ হিসেবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। ১৯৮৮ সালে সর্বপ্রথম দুটি অপারেশনে ইরাক ও নামিবিয়ায় অংশগ্রহণ করে।
উপসাগরীয় যুদ্ধের সময় যান্ত্রিক পদাতিকবর্গ বাহিনীর অংশ হিসেবে কুয়েত ও সৌদি আরব বাংলাদেশ সেনাবাহিনীর (আনুমানিক ২১৯৩ জন) পাঠানো হয়েছিল। এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ২৫ দেশে ৩০টিরও বেশি মিশনে অংশগ্রহণ করেছে।
যেসব দেশের মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এর মধ্যে রয়েছে নামিবিয়া, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা, রুয়ান্ডা, মোজাম্বিক, প্রাক্তন যুগোস্লাভিয়া, লাইবেরিয়া, হাইতি, তাজিকিস্তান, পশ্চিম সাহারা, সিয়েরালিয়ন, কসোভো, জর্জিয়া, পূর্ব তিমুর, কঙ্গো, আইভরিকোস্ট ও ইথিওপিয়া।