পায়রা নদীতে অভিযান চালিয়ে ১০০০মিটার অবৈধ জাল জব্দ করে ভষ্মীভূত
মোঃ হারুন-অর-রশিদ মুন্সি: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরার অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কারাদণ্ডের এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়। রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জ্বামান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দকরে থানা সংলগ্ন এলাকায় পুড়িয়ে ফেলা জালের বাজার মূল্য প্রায় ১লক্ষ টাকা। দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের সত্তার জোমাদ্দার (৬৫) ও রাঙ্গাবালী উপজেলার কাউখালী গ্রামের রফিকুল ইসলাম (৪৫) নামের দুই জেলেকে হাতে নাতে ধরে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।