অস্ট্রেলিয়ায় স্বামীর নির্যাতনে বাংলাদেশি মডেল নিহত
পিবিসি নিউজ: অস্ট্রেলিয়ায় স্বামীর নির্যাতনে ২৩ বছর বয়সী এক বাংলাদেশি মডেল নিহত হয়েছেন। ১৪ অক্টোবর বুধবার সাবাহ হাফিজ নামের ওই মডেলের মৃত্যুর ঘটনায় পুলিশ তার স্বামী অ্যাডামকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন সাবাহ হাফিজের প্রতিবেশীরা জরুরি সেবা নাম্বারে কল দিলে প্যারামেডিকরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। তবে অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সূত্র জানিয়েছে, সাবাহকে প্রচণ্ড পরিমাণে প্রহার করা হয়েছে। তবে তাকে হত্যায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সাবাহর মা সোনাম হাফিজ বলেন, সাবাহ এখানে অভিনয় পেশায় জড়িত ছিলেন। তবে অনেক দিন ধরেই পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন ছিলেন। কিছুদিন আগে অ্যাডামের সঙ্গে তার বিয়ে হয়।
এ নিয়ে গেল চার বছরে অস্ট্রেলিয়ায় স্বামীর হাতে প্রাণ হারালেন পাঁচ বাংলাদেশি নারী।
সূত্র: সময় টিভি