মির্জাগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
হারুন-অর-রশিদ: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা সদর সহ ৬ (ছয়) ইউনিয়নে মোট ৭ (সাত) টি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
গত ১৭ অক্টোবর ২০২০ইং তারিখ রোজ শনিবার বেলা ১১.০০ঘটিকার সময় পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে সুবিদখালী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ী”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ারুল ইসলাম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন। মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন (জুয়েল) বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ মনিরুজ্জামান হাওলাদার সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা সদর সুবিদখালীর বিভিন্ন প্রান্ত থেকে অগত শত শত নারী পুরুষ ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ এ সময় উপ¯ি’ত ছিলেন।