এক টার্মে সমাপ্ত হতে পারে ট্রাম্পের ক্ষমতা, রিপাবলিকান ঘাঁটিও এখন বাইডেন এর দখলে!
প্রায় সব জরিপে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। এবার নতুন এক জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন।
ধারণা করা হচ্ছে, এবার হয়তো দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে টেক্সাসের দখল নিতে চলেছে ডেমোক্র্যাটরা। অথচ সেই ১৯৭৬ সালের পর এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট নির্বাচনেই এই অঙ্গরাজ্য থেকে জয় পাননি কোনো ডেমোক্র্যাট প্রার্থী। এ ছাড়া ইলেকটোরাল কলেজের সংখ্যা বেশি হওয়ায় টেক্সাসের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
টেক্সাসের ১ হাজার ১২ জন নিবন্ধিত ভোটারের মতামতের ভিত্তিতে ডালাস মর্নিং নিউজ ও ইউনিভার্সিটি অব টেক্সাসের করা এক জরিপের ফল প্রকাশিত হয়েছে ২৫ অক্টোবর। তাতে ৪৮ শতাংশ মানুষ জো বাইডেনের পক্ষে এবং ৪৫ শতাংশ ট্রাম্পের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়েছেন।
জরিপটি করা হয়েছে ট্রাম্প ও বাইডেনের শেষ বিতর্কের আগে – ১৩ থেকে ২ অক্টোবর সময়ের মধ্যে। যদি বাইডেন টেক্সাসে জয় পান তাহলে ১৯৭৬ এর পর কোনো ডেমোক্র্যাট সেখানে জয়ের কৃতিত্ব দেখাবেন। টেক্সাসে মোট ইলেকটোরাল কলেজ সংখ্যা ৩৮।