মির্জাগঞ্জে পাল্টাপাল্টিভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মির্জাগঞ্জে দুই গ্রুপের পাল্টাপাল্টিভাবে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। কেক কাটা, র্যালীসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা যুবদলের একাংশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজীর নেতৃত্ব এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে সুবিদখালী কলেজ রোড উপজেলা যুবদলের অস্থায়ী কার্যায়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন – উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী রাশেদ সমছ,যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মুন্সী, সদস্য মোঃ আতাউর রহমান ও জেলা যুবদলের সদস্য মোঃ হাসিবুল জাকারিয়া প্রমূখ।
অন্যদিকে মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যুবদলের অপর পক্ষ। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাসির হাওলাদারের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক মোঃ সুজন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ ফারুক মুন্সী। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু সিকদার,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনিরসহ দপ্তর সম্পাদক সার্জেন্ট অবঃ আলমগীর হোসেন প্রমুখ।