যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি করোনা আক্রান্ত
পিবিসি নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা আক্রান্ত যুবলীগ নেতার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন।
তার আশু রোগ মুক্তির জন্য স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র যুবলীগের নেতাকর্মীসহ মসজিদের মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।
মাহফিলে কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া মাহফিল অনুষ্ঠানে মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি কামনা করে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হুসেন।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরে আলোম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলিম উদ্দিন, সদস্য সাদেকুর রহমান, মোশাহিদ চৌধুরী, জামাল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নাফিজুর রহমান তুরান, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ স্বপন, সেলিম রেজা, আজাদুল কবীর, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, হুমায়ূন কবির, নিউইয়র্ক মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হুসেন, সহ-সভাপতি আনসার আলী, ব্রঙ্কস যুবলীগ সেক্রেটারি মহিবুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লিরা মাহফিলে উপস্থিত ছিলেন।