সৌদি আরবের ফরাসি কনস্যুলেটে হামলা, প্রহরীকে ছুরিকাঘাত
পিবিসি নিউজ: সৌদি আরবের জেদ্দা শহরে ফরাসি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রহরীকে ছুরিকাঘাত করা হয়েছে।
সৌদি আরবে অবস্থিত ফরাসি দূতাবাস জানিয়েছে, আজ বৃহস্পতিবার জেদ্দা কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। আহত প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়, খবর দ্য গার্ডিয়ানের।
এক বিবৃতিতে দূতাবাস আরো বলেছে, ফরাসি দূতাবাস এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কোনো কূটনৈতিক স্থাপনায় কোনো ধরনের হামলার ন্যায্যতা নেই।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলাকারী ব্যক্তি সৌদি নাগরিক। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজই ফ্রান্সের নিস শহরের এক গির্জায় ছুরি দিয়ে তিন ব্যক্তিকে হত্যা করে এক ব্যক্তি। নিস শহরের মেয়র ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম তরুণ স্যামুয়েল প্যাতি নামে একজন ফরাসি শিক্ষককে হত্যা করে। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে ফ্রান্স। এ ঘটনায় বিশ্বনবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর এ ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।