জো বাইডেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত
পিবিসি নিউজ: আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জোসেফ আর বাইডেন (জুনিয়র),
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন। পেনসেলভেনিয়ার পপুলার ভোটে জয় পাওয়ায় সেখানকার ২০টি ইলেক্টরাল বাইডেনের পক্ষে যায়। ফলে জয়ের লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকা বাইডেন এক লাফেই পার হয়ে যান ২৭০ এর কোটা।
নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করেন বাইডেন। এর ফলে ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। বর্তমান ফল অনুয়ায়ী, ট্রাম্প ২১৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়েছেন।
এর আগে বিলম্বে প্রাপ্ত ভোট আলাদা করার আদেশ দিয়েছিলেন পেনসিলভেনিয়ার একটি আদালত। বিভিন্ন রাজ্যে রিপাবলিকান প্রচারণা শিবিরের মামলা আর আগাম ভোট গণনা নিয়ে নানামুখী জটিলতা সৃষ্টি হয়।
আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইতিহাসের সবচেয়ে বয়স্কতম প্রেসিডেন্টও বটে। তিনি আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনেটর হিসাবে নির্বাচিত হয়েছিলেন রাজনীতির প্রথম জীবনে। ৫০ বছরের রাজনৈতিক জীবনে অত্যন্ত সহনশীল, নম্র, ভদ্র চারিত্রিক বৈশিষ্ট সম্পন্ন মানুষ। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জন্ম নেয়া মাত্র নয় বছর বয়সে পরিবারের সাথে দেলাওয়ার অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই তিনি গত পঞ্চাশ বছর যাবৎ আমেরিকার রাজনীতিতে অবদান রেখে চলেছেন।
নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে তার সর্বাত্মক মঙ্গল কামনা করছি।
মাত্র কয়েক মিনিট আগে সিএনএন সংবাদ মাধ্যমের ঘোষণার সাথে সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে পরে জো বাইডেন নির্চিত হওয়ার খবর। শুভেচ্ছা জানানো সহ সিএনএন রিপোর্টাররা চোখের পানি ফেলে বলেন; আমেরিকা সহ যেকোন দেশের রাষ্ট্র প্রধান সৎচরিত্রের হতে হয় আমেরিকার মানুষ সেটাই প্রমান করলেন। “ক্যারেক্টার মাষ্টার্স” নামক বিশ্লেষণে ডনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের চারিত্রিক তুলনা করতে গিয়ে প্রায় সকলেই অশ্রুসিক্ত হয়ে পরে।