মহানবি (স:) কে অবমাননার প্রতিবাদে মির্জাগঞ্জে শ্রমিকলীগের মানববন্ধন
উত্তম গোলদার: ফ্রান্সে কার্টুন চিত্র এঁকে বিশ্ব নবি হযরত মুহাম্মদ (স:) কে অবমানা করার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মাহিন্দ্র ও অটো শ্রমিকলীগ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে মির্জাগঞ্জ উপজেলা মাহিন্দ্র ও অটো শ্রমকিলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান মৃধা,পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. নাজমুল হোসেন,উপজেলা শ্রমকিলীগের সভাপতি মো. নিজাম হাওলাদার,সাধারন সম্পাদক মো. ফারুক খান ও মো. আবদুস সালামসহ শ্রমিকলীগের নেতারা।
এ সময় বক্তারা ব্যবসায়িদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহবান জানান ও সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান।