মির্জাগঞ্জে তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী পালন
মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মুনাজাত ও জন্মদিন পালন করেছে ছাত্রদল মির্জাগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আশ্রাব পার্টি সেন্টারে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপির নব নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাব আলী হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোবারক আলী মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন মুন্সি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির,উপজেলা যুবদলের আহব্বায়ক জাহাঙ্গীর আলম ফরাজী, যুগ্ম-আহ্বায়ক গাজী আতাউর রহমান, জেলা যুদলের সদস্য গাজী হাসিবুল জাকারিয়া, উপজেলা যুবদল নেতা মামুন গোলদার, সুমন মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা আবুল বাশার মোখলেছ, সৌরভ মুন্সি, গোলদার মোঃ রেদোয়ানুল ইসলাম, মোঃ সুমন গোলদার, সুবিদখালি সরকারি কলেজের ছাত্রদল নেতা ইমরুল ইসলাম আলাল, রমজানুল ইসলাম সুমন সিকদার ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।