খলিল বিরিয়ানী হাউসে বাইডেনের জন্মদিন পালন
পিবিসি নিউজ: প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেনের ৭৮ তম জন্ম দিন পালন করেছে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউস। ২০ নভেম্বর শুক্রবার রাতে রেস্টুরেন্টের সামনে খোলা আকাশের নীচে বিপুল সংখ্যক বাইডেন ভক্তদের উপস্হিতিতে কেক কেটে এই জন্ম দিন পালন করা হয় ।খলিল বিরিয়ানী হাউসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শেফ খলিলুর রহমান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জন্ম দিনের কেক কাটেন। অতিথিরা এসময় প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেনের সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করেন।
এসময় অন্যায়ের মাঝে উপস্হিত ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন। অন্যদের মধ্যে ছিলেন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, বাংলা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, সুন্দরবন গ্রোসারীর সত্বাধিকারী স্বপন তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট বিল্লাল হোসাইন, আবুল কার।