নার্গিস আহাম্মেদ করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি
0
0
0
পিবিসি নিউজ: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভানেত্রী, প্রবাসের পরিচিত প্রিয়মুখ ও সংগঠক নার্গিস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কয়েক দিন ধরে জ্বরসহ তিনি অসুস্থতা বোধ করছিলেন। পরে নিজ বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন নার্গিস আহমেদ।
২২ নভেম্বর শনিবার স্থানীয় সময় সকালে তার অক্সিজেন লেভেল কমে ৮২-তে নেমে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কুইন্সের প্রেসবাইটেরিয়ান ফ্লাশিং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নার্গিসের পারিবারিক সূত্র জানিয়েছে, তার কন্যা মুনিরা, ভাই জহিরসহ পরিবারের অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে নার্গিস আহমেদের দ্রুত সুস্থতার জন্য প্রবাসীসহ দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।