মহাদেবপুরে চার ক্লিনিকের এক লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ক্লিনিকের এক লক্ষ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন।
অভিযানে নানা অসংগতির অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় উপজেলা সদরের তমিজ উদ্দিন থ্রি স্টার ক্লিনিক এবং জননী ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে, খালেদা ক্লিনিকের ৪০ হাজার টাকা ও আলফা ক্লিনিকের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
আগামী এক মাসের মধ্যে ক্লিনিকগুলোর অসংগতি দূর করারও নির্দেশ দেয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
অভিযানের অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: আল এমরান, ডা: মাহবুবুর রহমান ও থানা পুলিশ ম্যজিষ্ট্রেটের সঙ্গে ছিলেন।