কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ
0
0
0
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। এতে সেতুর পশ্চিম পারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার রাত ১টা ৫৫ মিনিটে সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয় বলে জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন।
তিনি বলেন, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সবকিছু ঝাপসা হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৫৫ মিনিটে ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সেতুর পশ্চিম পারে শতশত যানবাহন আটকা পড়ে।
‘কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে যান চলাচল ফের স্বাভাবিক হবে।’