প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ করোনায় আক্রান্ত
দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাঈনুল আহসান।
বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন থেকেই তিনি সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন। সতর্কতা হিসেবে নিয়ম মেনে বাসাতেই অবস্থান করছিলেন। সোমবার কভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজেটিভ ধরা পরে। এরপর বিকেলেই তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. এবিএম আবদুল্লাহর মেয়ে ডা. সাদিয়া সাবাহ, জামাতা ডা. ইমতিয়াজ আহমেদ রাজন বলেন, ‘সর্দি-কাশির পাশাপাশি কিছুটা শারীরিক দূর্বলতাও রয়েছে । পুরোপুরি সুস্থতার জন্য তারা পরিবারের পক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন।’