পদ্মা সেতুর নির্মাণ খরচ এতো বেশি কেন?
পদ্মা সেতুর মূল অবকাঠামো এখন দৃশ্যমান। এই অর্জন নিয়ে চারিদিকে রীতিমত মাতম চলছে। এটা একটি বিরাট অর্জন, সন্দেহ নেই। তবে এই অর্জনের জন্য আমাদের কতোটা মূল্য খরচ করতে হচ্ছে, তা হিসাব করা দরকার।
আমি এই বিষয়ে একটি ছোট্ট হিসাব করেছি। হিসাবের সারণি যুক্ত করছি এই পোস্টের সাথে। আমার প্রাপ্ত তথ্য বলছেঃ
১. পদ্মা সেতু আগামীতে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল একটি সেতু হিসাবে স্বীকৃতি লাভ করবে। এই সেতু নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলার। যার অর্থ হল এই সেতুর প্রতি কিমি নির্মাণ খরচ প্রায় ৬০০ মিলিয়ন ডলার, যা পৃথিবীর অন্যান্য সেতুর তুলনায় অনেক গুণ বেশি।
২. বাংলাদেশে এখন পর্যন্ত যে সকল সেতু তৈরি হয়েছে, তাদের নির্মাণ খরচ পদ্মা সেতুর চেয়ে অনেক কম। বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল সেতু হচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু যার প্রতি কিমি নির্মাণ খরচ পদ্মা সেতুর প্রায় অর্ধেক।
৩. পৃথিবীর দীর্ঘতম সেতুগুলি চায়নাতে অবস্থিত। এই সেতুগুলির প্রতি কিমি নির্মাণ খরচ পদ্মা সেতুর তুলনায় লক্ষণীয়ভাবে কম।
যেমন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সেতু হল Danyang-Kunshan Grand Bridge। এই সেতু ১৬৫ কিমি দীর্ঘ। কিন্তু পদ্মা সেতুর প্রতি কিমি নির্মাণ খরচ এই সেতুর চেয়ে প্রায় ১০ গুণ বেশি।
এখন প্রশ্ন হল, পদ্মা সেতু নির্মাণ করতে এতো টাকা খরচ হচ্ছে কেন? পদ্মা সেতু তৈরি হচ্ছে আমাদের নিজেদের টাকায়। অথচ এই বিষয়ে মিতব্যয়ী না হয়ে আমরা এতো খরুচে হচ্ছি কেন?
এতো টাকা আসলে কোথায় যাচ্ছে?