যুক্তরাষ্ট্র প্রবাসী বেলায়েত হোসেনের ইন্তেকাল
যুক্তরাষ্ট্রের দেলওয়ার অঙ্গরাজ্যে বসবাসরত প্রবীণ বাংলাদেশী বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় উইলমিংটন ক্রিষ্টাল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ বহু স্বজন রেখে গেছেন। মরহুম বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা মুহুরী বাড়িতে।
এদিকে মঙ্গলবার দেলোয়ার রাজেরর ২২১৯ নেমেন্স রোডে বাংলাদেশী প্রতিষ্ঠিত বায়তুল আমান জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে তার মরদেহ আসসালাম গার্ডেন ইসলামিক সোসাইটি অব দেলোয়ার কবরস্থানে দাফন করা হয়। মরহুম বেলায়েট হোসেন ৮০’র দশকে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি দীর্ঘদিন নিউইয়র্কের ব্রুকলীনে বাসবাস করেন। পরবর্তীতে তিনি স্বপরিবারে দেলোয়ার রাজ্যের ক্লেমন্ট সিটিতে বাসবাস শুরু করেন। তিনি বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র প্রতিষ্ঠাকালীন সদস্য।
প্রবীণ প্রবাসী বেলায়েত হোসেন তার জীবদ্দশায় গ্রামের বাড়িতে তার মা-বাবার নামে মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। বক্তিগত জীবনে তিনি আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। তিনি তার জীবনের প্রায় ৬৫ বছরই বিদেশে কাটিয়েছেন। আমেরিকাতে কেটেছে তার জীবনের প্রায় ৩৫ বছর। দীর্ঘদিন প্রবাস জীবনের বন্ধু ও স্বজনদের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন পরিবার। উল্লেখ্য, মরহুম বেলায়েত হোসেন ঢাকার ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এসএম সোলায়মানের মামা।