সোলাইমানির শাহাদাত বার্ষিকীতে প্রতিশোধ নেওয়ার বার্তা
ইরানের প্রখ্যাত জেনারেল কাসেম সোলেমানির শাহাদাত বার্ষিকীতে নির্মম প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছে ইরান। সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে ইরানকে ‘প্রতিরোধ’ লড়াই থেকে পিছু হটানো যাবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ঘানি।
শুক্রবার সোলেমানি হত্যার একবছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, ইরান এখনও জবাব দিতে প্রস্তুত।
২০২০ সালের ৩ জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান ছিলেন সোলেমানি। তাকে হত্যার ঘটনার পরপরই ইরাকের মার্কিন ঘাঁটিতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।
সোলেমানি নিহত হওয়ার পর কুদস ফোর্সে তার স্থলাভিষিক্ত হন কমান্ডার ইসমাইল ঘানি। সোলেমানির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তেহরান বিশ্ববিদ্যালয়ে একটি স্মরণ অনুষ্ঠানে তিনি নতুন করে প্রতিরোধ লড়াইয়ের অঙ্গীকার করেছেন।
“আমেরিকা অপকর্ম করে কুদস বাহিনীকে প্রতিরোধের পথ থেকে পিছু হটাতে পারবে না”, বলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভাদ জারিফও বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে হামলা করার জন্য বানোয়াট অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছেন।
সোলেমানি হত্যার বর্ষপূর্তির আগে দিয়ে বুধবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে বি-৫২ বোমারু বিমান উড়িয়ে ইরানকে সমঝে থাকার বার্তা দেওয়ার পর জাভাদ জারিফ ওই মন্তব্য করেন।
তিনি বলেন, তেহরান যথেষ্ট শক্তি প্রয়োগ করেই নিজেদের সুরক্ষিত রাখবে।