বরফ গলেছে কাতার – সৌদি সম্পর্কের , খুলে দেওয়া হয়েছে সব সীমান্ত !
পিবিসি ডেস্ক : দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর দুই প্রতিবেশী দেশ সৌদি ও কাতারের সকল সীমান্ত খুলে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দুই ধনী দেশ সৌদি আরব ও কাতারের মধ্যে তিন বছর ধরেই দ্বন্দ্ব চরমে। তবে এবার কাতারের সঙ্গে সব ধরণের যোগাযোগ উন্মুক্ত করে দিচ্ছে সৌদি। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।
সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, সৌদি আরবের অভিযোগ ‘সন্ত্রাসে সমর্থন’ দেয় কাতার। তাই সৌদি তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদির সঙ্গে যোগ দেয়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ বেশ কিছু দেশ। এর ফলে কার্যত একঘরে হয়ে পড়ে কাতার।
তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। বিষয়টি নিয়ে কাতার এবং সৌদিসহ অন্যান্য বিবাদমান রাষ্ট্রগুলোর ভেতর মধ্যস্থতা করে আসছে কুয়েত। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ পর্যায়ে। তার আগেই এ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন ট্রাম্প।
এ জন্য তার উপদেষ্টা জামাই জারেড কুশনারকে সম্প্রতি মধ্যপ্রাচ্যে পাঠান। কুশনার কাতার ও সৌদি আরবের সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেছেন। প্রথমদিকে কুশনার সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে এবং পরে দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনায় বসেন।