কংগ্রেস ভবনে হামলাকারীদের হাতে ছিল ভারতীয় পতাকাও
পিবিসি নিউজ: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে ন্যক্কারজনক হামলা চালানোর সময় হামলাকারীদের হাতে আমেরিকার জাতীয় পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকা ছিল, বিভিন্ন সংবাদ কর্মীদের ক্যামেরায় এবং সিসি ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়ায় সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। এমনকি আমেরিকান গণতন্ত্র বিরোধী স্লোগানের সময় ভারতীয় পতাকা উত্তোলনকারীদের উদ্বেলিত হতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেইন স্ট্রিম মিডিয়ায় প্রকাশিত দেখা যায়, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে জড়ো হওয়া সমর্থকদের হাতে ছিল ভারতীয় পতাকা। এমন ভিডিও দেখে খোদ আমেরিকানদের মাঝে ভীষণ বিরক্তভাব লক্ষ্য করা গেছে, তাদের মধ্যে একজন ক্ষোভের সাথে জানালেন “এখানে ভারতীয় পতাকার উপস্থিতি ছিল অত্যন্ত বিরক্তিকর।’
এখানে ক্লিক করে ভিডিও দেখুন>>>>>
এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকা ও ভারতের জাতীয় পতাকার পাশাপাশি জমায়েতে ঠাঁই পেয়েছে ‘কনফেডারেট’ পতাকাও! ১৮৬১ সালে ক্রীতদাস প্রথার সমর্থক ১১টি রাজ্য আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে ‘কনফেডারেট স্টেটস’ গঠন করেছিল। দীর্ঘ চার বছর গৃহযুদ্ধের পর কনফেডারেট স্টেটসকে পরাজিত করে আমেরিকাকে ফের ঐক্যবদ্ধ করেছিলেন আব্রাহাম লিঙ্কন। ঘটনাচক্রে দাসপ্রথাবিরোধী লিঙ্কনের দল রিপাবলিকান পার্টিরই নেতা বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়ে হিউস্টনে অনাবাসী ভারতীয়দের ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তার মুখে শোনা গিয়েছিল, ‘আব কি বার, ট্রাম্প সরকার’ স্লোগান। সে সময়ও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে মোদির ‘অংশগ্রহণ’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।