ক্যামেলিয়ার সুখ. -আবু কাজী রুবেল
::ক্যামেলিয়ার সুখ::
-আবু কাজী রুবেল
উইকেন্ড হতেই দূরদূরান্ত থেকে সুখ প্রেমিকরা ভীড় করেছে এই শহরে,
সারি সারি বিলাসবহুল অট্টালিকাগুলো ভরে গেছে প্রেমানন্দের সাড়ম্বরে।
শহর জুড়ে উজ্জল নিয়নের আলোতে তৃপ্ত লালস প্রেমিকের সুখ দৃষ্টি,
চোখধাঁধানো অভিনয়ের প্রদর্শনীতে স্বচ্ছন্দ অতিথির বিস্মিত সন্তুষ্টি।
সুখের বিরাট মূল্য হ্রাসের বিজ্ঞাপনে উদগ্রীব প্রেম মিথুনের থৈথৈ,
সন্ধ্যা হতেই সব সুখের বিতানগুলোয় চলছে কৌতুহলী দর্শকের রৈরৈ।
পিচ ঢালা সড়কে প্রাণবন্ত ভালোবাসার ভ্রাম্যমাণ গাড়ির বিজ্ঞাপনী,
বাহারি রঙের শহরে ললুপ দৃষ্টিতে জড়ানো হাজারো রূপসী নির্ঝরিনী।
হার্ডরক ক্যাফের মোড়ে নতুন সুখ প্রেমিকের খোঁজে ক্যামেলিয়া, দারুণ জাঁকজমক,
নিয়নের আলোয় তার লাল ঠোঁটের রূপালী নোলকটি বড়ই উজ্জ্বল ঝকমক।
চকচকে লাল জামার কোটিতে ছিল জ্বলন্ত আগুনের অভিব্যাপ্তি,
অবাধ্য নেকড়ের সাদা ফারের স্কার্ফে লাগছিল তাকে বেশ যৌবনবতী।
মরুভূমির হাওয়ায় তার স্বর্ণকেশী চুলগুলো সুখের পতাকার মতো উড়ছিল,
দেহবিদের মতে, তার অনাবৃত দেহবিশেষ গ্রিক আলবাস্টারের মূর্তিকেও হার মানিয়ে ছিল।
হয়তো একটু পরেই সাড়া দেবে কেউ ক্যামেলিয়ার মায়াবী ডাকে,
ক্যামেলিয়া তার স্কচ হুইস্কি দেহ থেকে সুখ ঢেলে ঢেলে খাওয়াবে বন্ধুকে।
হয়তো বা কেউ ভুলে যাবে জুয়ায় হেরে গিয়ে আত্মহত্যার অপচেষ্টা,
কেউবা ভুলে যাবে বিশ্বাসঘাতক প্রেমিকার দুঃখ গুলো খানিকটা।
একদিন ক্যামেলিয়াও সুখের নেশায় এসেছিল এ শহরে,
সে এক দারুন সুখের অভিজ্ঞতা ছিল তার ড্রাইভ থ্রু বিবাহ আসরে।
দিন হবার সাথে সাথেই নিয়নের আলোর মতো হারিয়ে গেল তার সুখ,
হারিয়ে গেল স্বপ্ন, তারপর থেকে দেখেনি কেউ তার নির্মল হাসিমুখ।
আজ ক্যামেলিয়া শুধু নিজেকে উজাড় করে দেয় সুখ বিলিয়ে দিতে,
শুধু ক্যামেলিয়া পায় না, এক টুকরো সুখ নিজের করে নিতে।